শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৮, ০৩:০২ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি বছর আড়াই মিলিয়ন কেজি চা বেশি উৎপাদনের সম্ভাবনা

তরিকুল ইসলাম সুমন : দেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চা বাগান এবং ক্ষুদ্র চাষী মিলিয়ে ২০১৭ সালে ৫ দশমিক ৪৫ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে।২০১৮ সালে উত্তরবঙ্গে প্রায় ৮ মিলিয়ন কেজি চা উৎপাদিত হতে পারে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে জানানো হয়, দেশীয় বিড়ি-সিগারেট শিল্প রক্ষায় বাংলাদেশ ট্যারিফ কমিশন থেকে একটি সমীক্ষা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে যা ট্যারিফ কমিশনের এপিএভুক্ত।

বৈঠকে শুরুতে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সাবেক সভাপতি এম তাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

বিগত ২৭তম সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, বানিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণ, দেশ বিদেশে দেশীয় শিল্পসম্পদ ব্যবহারের অগ্রগতি ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করা হয়।

বিশ্ববাজারে দেশের পাটপণ্য নিজস্ব লোগো ব্যবহার করে সরাসরি প্রবেশ করতে পারে সে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। উত্তরবঙ্গে পঞ্চগড় জেলায় একটি চা প্রক্রিয়াকরণ কারখানা গড়ে তোলার পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে কমিটি সদস্য বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মো. মোতাহার হোসেন, এনামুল হক, ওয়ারেসাত হোসেন বেলাল, মো. ছানোয়ার হোসেন, মো. হাছান ইমাম খাঁন এবং লায়লা আরজুমান বানু, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়