শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৮, ০২:০৪ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় আলিমের শোভাযাত্রায় হামলা, আহত ১০

কাজী বাবলা, পাবনা : পাবনা-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী আব্দুল আলীমের শোভাযাত্রায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা দুটি গাড়ি ভাংচুর করে। আব্দুল আলীমের সমর্থকদের ব্যাপক মারপিট করে আহত করে সন্ত্রাসীরা। এক পর্যায়ে আলিমকে তার গাড়ী থেকে টেনে নামিয়ে নামানোর চেষ্ঠা করা হয়। বৃহস্পতিবার দুপুরের ঈশ্বরদীর হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে।

বিকেলে ঈশ্বরদীর দাশুড়িয়ার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় পরিষদের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য প্রকৌশলী আব্দুল আলীম এ হামলার জন্য ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপির সমর্থকদের দায়ী করেন।

আওয়ামীলীগের কেন্দ্রীয় পরিষদের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী আব্দুল আলীম জানান, আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে নৌকার পক্ষে জনমত সৃষ্টির জন্য স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা শোভাযাত্রা বের করি। শেরশাহ রোড থেকে বের হওয়া এ শোভাযাত্রায় জেলা আওয়ামীলীগের নেতাকর্মী ছাড়াও এ বিপুল সংখ্যক স্থানীয় জনগণ অংশ নেন। আমাদের শোভাযাত্রা ঈশ^রদী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আসা মাত্র ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সমর্থক একদল সন্ত্রাসী শোভাযাত্রায় বাধা দিয়ে আমাকে গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা করে।

এ সময় আমার সমর্থকরা এগিয়ে আসলে তারা লাঠি ও রড দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে। এতে আব্দুল আজিজ, মোঃ আরিফসহ কমপক্ষে দশ জন আহত হয়েছে। আহত অবস্থায় ছয়জনকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় তারা শোভাযাত্রায় অংশ নেয়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহমেদ মান্নাকেও লাঞ্ছিত করার চেষ্টা করে সন্ত্রাসীরা।

শোভাযাত্রায় অংশ নেওয়া পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সদস্য লিখন হোসেন জানান, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে আমরা শোভাযাত্রা বের করি। কোন ধরনের উষ্কানী ছাড়াই ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের প্রশ্রয়ে থাকা,হাইব্রিড নেতারা আমাদের গাড়িতে হামলা করেছে। আমরা এ ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

শোভাযাত্রায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহমেদ মান্না বলেন, সরকারের উন্নয়নের বার্তা তৃণমূল জনগণের নিকট পৌছে দিতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সবাই মাঠে নেমেছেন। মনোনয়ন কে পাবেন তা দলের হাইকমান্ড নির্ধারণ করবে। তাই বলে নৌকায় ভোট চেয়ে বের হওয়া শোভাযাত্রায় হামলা কখনোই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে ঈশ^রদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রকৌশলী আব্দুল আলিমের শোভাযাত্রায় হামলার বিষয়ে পুলিশ অবগত নয়। এ ধরণের কোন অভিযোগও পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে ভুমিমন্ত্রীর মোবাইলে বার বার ফোন করা হলেও তা রিসিভ করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়