শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৮, ০১:২১ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম খালেদা জিয়া বুকে ব্যথায় গুরুতর অসুস্থ এই রিপোর্টটি ছিল ভুল, আসলে বেগম জিয়ার ফুসফুসের পরীক্ষা করাতে গত বুধবার সিটিস্ক্যান করা হয়েছিল

বিশেষ প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বুকে ব্যথায় গুরুতর অসুস্থ্য এই শিরোনামে গত বুধবার ‘আমাদের সময় ডটকমে’ যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে তার বুকে ব্যথা ও তিনি গুরুতর অসুস্থ্য এই অংশটুক ছিল ভুল। রিপোর্টে বঙ্গবন্ধু শেখমুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল পরিচালক, ব্রিগেডিয়ার আব্দুল্লা আল হারুনের বরাত দিয়ে খালেদা জিয়ার বুকে ব্যথার খবরটি প্রকাশ হয়েছে সেটিও সঠিক নয়।

আমাদের রিপোর্টার শিমুল মাহমুদ হাসপাতাল পরিচালক মহোদয়ের বক্তব্য না বুঝেই রিপোর্টটি করেছে। আমরা রিপোর্টার শিমুল মাহমুদের এই ভুলের জন্য ক্ষমা চাচ্ছি।

গত বুধবার বেলা আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কেবিন ব্লকের নীচ তলায় বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান করা হয়েছিল।

সিটিস্ক্যান করতে নেওয়ার সময় হুইল চেয়ারে বসে থাকা বেগম জিয়াকে কেমন আছেন জিজ্ঞাসা করলে, কোন জবাব দেননি। তবে তার মুখে ছিল স্মীত হাসি।

সিটিস্ক্যান করার কারণ জানতে চাইলে ব্রিগেডিয়ার হারুন বলেন, আমাদের এখানে প্রতিদিন ডাক্তার টাইম টু টাইম তাকে দেখতে যান। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। ভর্তির পর এখন পর্যন্ত তার অবস্থার অবনতি হয়নি। আমরা আশা করছি তিনি অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়