শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৮, ১২:৫২ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চবিতে মুক্তিযোদ্ধা ভাস্কর্য ‘জয় বাংলা’ উন্মোচন

শোভন দত্ত : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্য ‘জয় বাংলা’ স্থাপন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের সামনে মুক্তিযোদ্ধা ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল তিনটায় এটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সেখানে আরও উপস্থিত ভাস্কর্য নির্মাণ কমিটির সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শায়লা শারমিন।

মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ অন্যান্য সংগঠন দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়েছে। প্রশাসনের কাছেও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্থাপনের দাবি জানানো হয়।

সোহরাব জাহান বলেন, ১৫-১৬ জন মুক্তিযোদ্ধার মূর্তির সমন্বয়ে এ ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। দুই স্তরের মধ্যে উপরে ৩জন মুক্তিযোদ্ধা ও নিচে ১২জন মুক্তিযোদ্ধাকে বসানো হয়েছে। ৩ মুক্তিযোদ্ধার হাতে শোভা পাচ্ছে বন্দুক। উপরের ভাস্কর্যটির উচ্চতা বেদি থেকে প্রায় ২০ ফুট। নিচেরটির উচ্চতা ১০ ফুট।

তিনি জানান, লোহার অবকাঠামোর ওপর কংক্রিটের ঢালাইয়ে নির্মিত এই ভাস্কর্যের ওপরের অংশে লাল রঙ এবং নিচের ভাস্কর্যে সাদা রঙ ব্যবহার করা হয়েছে।

সোহরাব জাহানের সঙ্গে ভাস্কর্যটি নির্মাণে সহযোগিতা করেন মুজাহিদুর রহমান মূসা ও জয়াশীষ আচার্য। ভাস্কর্য নির্মাণে ব্যয় ২০ লাখ টাকা। এর মধ্যে বিশ্ববিদ্যালয় নিজস্ব তহবিল থেকে ১০ লাখ ও বাকি ১০ লাখ টাকা ব্যক্তি অনুদান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়