শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৮, ১২:৩২ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে মেগা কনসার্টে আইয়ুব বাচ্চুকে স্মরণ

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: সরকারের জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকান্ড তৃণমূল পর্যায়ের জনগণকে অবহিত করার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বরিশালে শেকড়ের সন্ধানে মেগা কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে সবার জন্য উন্মুক্ত এ কনসার্টে শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় তারুণ্যের বাঁধ ভাঙ্গা উচ্ছাসের সৃষ্টি হয়েছিলো।

কনসার্টকে ঘিরে বিকেলের মধ্যে গোটা বঙ্গবন্ধু উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তরুণ-তরুণীদের উপচে পড়া ভিড়ে কনসার্ট রূপ নেয় এক মিলন মেলায়। সন্ধ্যায় বাউল গান ও নৃত্য পরিবেশনের মধ্যদিয়ে কনসার্টের যাত্রা শুরু হয়। বরিশালের এই কনসার্টে সদ্যপ্রয়াত কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর গান গাওয়ার কথাছিলো বলে জানিয়েছেন সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। কয়েকদিন আগে অকালে চলে যাওয়ায় গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করা হয়।

কনসার্টের শেষপর্যায়ে আইয়ুব বাচ্চুর স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় পুরো মাঠের অন্ধকারের মাঝে শোভা পায় হাজার-হাজার মোবাইল বাতি। নিরাবতা পালন শেষে প্রয়াতের স্মরনে মঞ্চে সকল শিল্পীদের উপস্থিতিতে আইয়ুব বাচ্চুর কন্ঠে গাওয়া ‘সেই তুমি কেনো এতো অচেনা হলে’ গানটি পরিবেশন করা হয়।

বরিশালে জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় ও শেকড়ের সন্ধানে প্রজেক্টের আওতায় কনসার্টের পাশাপাশি বঙ্গবন্ধু উদ্যানে আতশবাজি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের শেষের দিকে মঞ্চ থেকে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় বাংলাদেশের জয় এর খবর দেয়া হয়। যে খবরে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে দর্শকরা। মেগা কনসার্টে সংগীত পরিবেশন করেন হৃদয় খান, রিংকু, কুদ্দুস বয়াতী, মানাম আহমেদ, শফি মন্ডল, চিশতি বাউল, পুলক ও রেশমি। কনসার্টের শুরুতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ আব্দুল মান্নান ইলিয়াস, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোশাররফ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, মাহবুব উদ্দিন বীর বিক্রম, সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়