শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৮, ১২:২৫ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজিজনগরে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলার শিল্পনগরী আজিজনগর ইউনিয়নের হাকিম এগ্রো কোম্পানীর বাগানে প্রশিক্ষণ অনুষ্টিত হয়। ‘বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পে’র আওতায় আজিজনগর হর্টিকালচার সেন্টার এ প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। এতে বসতবাড়িতে খাট জাতের নারিকেলসহ বিভিন্ন ফল চাষাবাদের কলাকৌশল ও পারিবারিক পুষ্টি উন্নয়নে ফলের ব্যবহারের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়। বান্দরবান হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো:মিজানুর রহমান প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন।

আজজিজনগর হার্টিকালচার সেন্টারের উদ্যান তত্ববিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও আজিজনগর হর্টিকালচার সেন্টারের উপ- সহকারি সালা উদ্দিনের সঞ্চালনায় বুধবার অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন, আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দীন, চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, বড় হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ, আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম কানন, হাকিম এগ্রো কোম্পানীর মালিক মো: শাহজাহান হাকীম, ইউনিয়ন পরিষদ সদস্য মোবারক হোসেন মহরম প্রমুখ।

প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে ১টি করে উন্নত খাটো জাতের নারিকেল প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়