Skip to main content

নারায়ণগঞ্জে সড়কে মানবদেহের টুকরো উদ্ধার

মনজুর আহমেদ অনিক, নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা লামাপাড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয় পুরুষের মৃতদেহের ছিন্ন বিছিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় লাশটি উদ্ধার করে শহরের ১০০শয্যা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, ধারণা করা হচ্ছে বুধবার রাতে কোন এক সময় গাড়ি চাপায় অজ্ঞাত পুরুষটির সড়কে মুত্যু ঘটে। পরে মৃতদেহের উপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করায় ছিন্নবিন্ন হয়ে যায়। এতে মৃতদেহটি পুরুষের বুঝা গেলেও মুখ সহ দেহের কিছুইথেতলে যাওয়া চেনা যাচ্ছেনা। তিনি আরো জানান, নিহতের হাত ও পড়নের জামা কাপড় দেখিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।