শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০১৮, ১০:১৬ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৮, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ হাজার ইয়াবাসহ চট্টগ্রামে পিকআপ জব্দ

শোভন দত্ত : চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় ইয়াবার পাচারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

আটকৃত হলেন, ফেনী সদরের দৌলতুপুর গ্রামের মৃত মজল হকের ছেলে মো. আব্দুর রহিম স্বপন (৩০) ও নারায়নগঞ্জ জেলার রুপনগর থানার ফজলুল হকের ছেলে মো. সোহেল (৩২)। বুধবার দিনগত গভীর রাতে ব্রিজঘাট এলাকার বিআইডব্লিউটিএ অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

নগর উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) এম হুমায়ুন কবীর বলেন, আমাদের কাছে তথ্য ছিল ছোট ট্রাক ও পিকআপ ভ্যান ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মালামাল পরিবহনের নামে ফেনী শহর ও আশপাশের এলাকায় ইয়াবার পাচার করছে।

গতকাল (বুধবার) ইয়াবার চালান নিয়ে ফেনী যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকায় পিকআপ ভ্যানটিকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। পরে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকোনো ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীদের অন্যতম সদস্য ও পিকআপ ভ্যানের মালিক মো. জসিম (৩২) পালিয়ে গেছে। আটক দু’জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেনীতে ইয়াবার চালান নিয়ে যাওয়ার কথা শিকার করেছে।

এ ঘটনা মাদকদ্রব্য আইনে নগরের কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ইয়াবা পাচারের মূলহোতা মো. জসিমকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়