শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০১৮, ১০:২১ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৮, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠান্ডার কারণে কিছুটা অসুস্থ খালেদা জিয়া

শিমুল মাহমুদ: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঠান্ডা জনিত কারণে  কিছুটা অসুস্থবোধ করছেন বলে জানিয়েছেন, বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন।

তিনি বলেন,  তার কিছুটা কাশির সমস্যা আছে। তাছাড়া আগের থেকেই নানা রোগে ভুগছেন তিনি। আমরা ডেলিরুটিন অনুযায়ী তার চিকিৎসা নিচ্ছি। আশা করি খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন।

বৃহস্পতিবার বেলা তিনটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ৬১২ নম্বর রুমে বেগম জিয়াকে দেখতে জান।

বোর্ড প্রধান বিএসএমএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আবদুল জলিল চৌধুরী বলেন, বেগম জিয়ার সিটিস্ক্যান রেজাল্ট এসেছে, আমরা সেগুলা দিয়ে আসলাম, যাচাই করা হয়েছে, সব মিলিয়ে তিনি ভালো আছেন।

তিনি আরো বলেন,  আমরা সিটিস্ক্যান করিয়ে ছিলাম অন্য কারণে। তার কাশি আছে, কাশি থেকেই মাঝে-মধ্যে কিছুটা সমস্যা হয়। তবে তার কোন বুকের ব্যাথা ছিলো না।

তিনি আরো বলেন, আমরা সিটিস্ক্যান করিয়েছি বুকের সমস্যার উপর ভিত্তি করে। ফুসফুসে কোন সমস্যা আছে কিনা বিষয়টি জানার জন্য।

আবদুল জলিল বলেন, ফুসফুসে অনেক কারণে জটিলতা হয়।  সেটা আছে কিনা সেটা দেখার জন্য পরিক্ষা করা হয়েছে। বুকের ব্যাথার জন্য সিটিস্ক্যান করা হয়নি।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতের নির্দেশে শনিবার বিকালে নাজিমুদ্দিন রোডেন পুরাতন কারাগার থেকে এনে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি সেখানে ৬১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়