শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০১৮, ০৯:৫২ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৮, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাসোগজির হত্যাকারীরা শাস্তি পাবেই : সৌদি যুবরাজ

সান্দ্রা নন্দিনী : তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি নিহতের পর প্রথমবারের মতো মুখ খুললেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বুধবার সৌদি আরবে চলমান বিনিয়োগ সম্মেলনে তিনি বলেন, খাসোগজির মৃত্যু দুঃখজনক এবং অবশ্যই ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।

খাসোগজি হত্যাকাণ্ডের পর জনসমক্ষে কোনও কথা বলেননি সৌদি যুবরাজ। এই প্রথম মুখ খুলে খাসোগজির হত্যাকাণ্ডকে অত্যন্ত ঘৃণিত অপরাধ উল্লেখ করে তিনি বলেন, ‘এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। সৌদি আরব ও তুরস্ক একসাথে কাজ করবে।’ তিনি বলেন, ‘খাশোগির মৃত্যুর ঘটনায় তুরস্কের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের অবনতি হবে না। আমরা রহস্য উদঘাটনে তুরস্ককে সব ধরনের সহায়তা করবো।’

প্রসঙ্গত, ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগজি। তুরস্ক দাবি করে, কনস্যুলেটের ভেতরেই তাকে হত্যার পর কেটে টুকরো টুকরো করা হয়েছে। শেষপর্যন্ত গত ১৯ অক্টোবর মধ্যরাতে প্রথমবারের মতো সৌদি আরব সাংবাদিক জামাল খাশোগজি নিহত হওয়ার কথা স্বীকার করলেও হত্যাকা-ের সঙ্গে সৌদি যুবরাজের সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে দেয় দেশটি।

তবে, খাসোগজি হত্যাকা-ে সৌদি আরবের এসব ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারছে না আন্তর্জাতিক বিশ্ব। এমনকী, অন্যতম ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের বিরুদ্ধে শুরুতে নমনীয় থাকলেও এরইমধ্যে কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার প্রথমবারের মতো এ হত্যাকাণ্ডকে ইতিহাসের জঘন্যতম ধামাচাপা দেওয়ার ঘটনা বলে আখ্যা দেন তিনি। একইদিনে সৌদি যুবরাজের সম্ভাব্য সংশ্লিষ্টতার ব্যাপারেও একমত হয়েছেন ট্রাম্প। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়