শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০১৮, ০৯:১৪ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৮, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২১ সালের মধ্যে ই-গভর্নমেন্ট র‌্যাংকিং দুই অঙ্কে আনা হবে : পলক

ফাহিম ফয়সাল: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশের ই-গভর্ণমেন্ট র‍্যাংকিং দুই অঙ্কের মধ্যে আনা হবে। জাতিসংঘের ই-গভর্ণমেন্ট র‍্যাংকিংয়ে বিশ্বের ১৯৩ টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থা ১১৫ তম।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি অডিটরিয়ামে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (কোইকা) এর সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওয়াধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাস্তবায়নাধীন 'ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্ণমেন্ট মাস্টার প্ল্যান প্রণয়ন' প্রকল্পের আওতায় চূড়ান্ত খসড়া ই-গভর্ণমেন্ট মাস্টার প্ল্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা জানান।

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশে পরিণত হতে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিসম্পন্ন দেশ হতে হবে। উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নিতে বিগত ১০ বছর ধরে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের সরকারের লক্ষ্য সরকারী সেবাগুলি ডিজিটালাইজ করা, নাগরিকদের সুযোগ-সুবিধা প্রদান করা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (কোইকা) কান্ট্রি ডিরেক্টর জো হেন-জু, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, প্রকল্প পরিচালক মো. মনির হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়