শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০১৮, ০৯:১৬ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৮, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘একজন মেয়রের পক্ষে পরিচ্ছন্ন শহর উপহার দেয়া সম্ভব নয়’

শাকিল আহমেদ: ‘একজন মেয়র ও  গুটি কয়েক কর্মকর্তা-কর্মচারীর পক্ষে একটি পরিচ্ছন্ন শহর উপহার দেওয়া সম্ভব নয়।সকল নাগরিককে মেয়রের ভূমিকায় দেখতে চাই।’

বৃহস্পতিবার রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের নবনির্মিত ১২ তলা ভবণের উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

মেয়র বলেন, নাগরিকদের একটু সচেতনাই পারে পরিচ্ছন্ন শহর গড়তে। আমি একা এবং কয়েকজন কর্মকর্তা কর্মচারী নিয়ে এই শহর পুরোপুরি পরিচ্ছন্ন রাখতে পারবোনা। এই জন্য দরকার নাগরিকদের সচেতনতা ও সহযোগীতা।

একজন মেয়র যেভাবে চেষ্টা করছে সেভাবে নাগরিকরা যদি নিজের আঙ্গিনা, আশে পাশের জায়গা পরিচ্ছন্ন রাখেন তাহলেই একটি সুন্দর পরিচ্ছন্ন শহর গড়ে উঠবে। এইজন্য প্রতিটা নাগরিককে মেয়রের ভূমিকা পালন করতে হবে।

সাঈদ খোকন বলেন, নিরাপদ সড়কের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বেপোরায়া গাড়ি, পুরাতন গাড়ি তুলে দিয়ে নতুন বাস নামানোর মাধ্যেমে আমরা রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছি।

এজন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে, নির্দেশনা অনুযায়ী পরিকল্পনা মাফিক আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি আগামী দুই বছরের মধ্যে আমরা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো।

এছাড়া তিনি ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার না হয়ে ফুটওভার ব্রিজ ব্যবহারের পরামর্শ দেন পাশাপাশি এয়ার ফোন কানে দিয়ে রাস্তায় চলাচলা না করার অনুরোধ জানান।

মেয়র সাঈদ খোকন বলেন, আমাদের দেশ এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। কারন দেশের উন্নয়ন-এগিয়ে যাওয়াতে শেখ হাসিনার নেতৃত্বের ও নৌকার কোন বিকল্প নেই।

এর আগে হাবীবুল্লাহ বাহার কলেজের নব নির্মিত ১২ তলা একাডেমিক ভবন উদ্বোধন করেন মেয়র।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি এস এম বাহালুল মজনুন চুন্নু, সদস্য খালেক মাহমুদ ভূঁইয়া, কলেজের অধ্যক্ষ আবু বকর চৌধুরী সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়