Skip to main content

আগামীতে ক্ষমতায় আসলে বিমান বাহিনীকে আরো আধুনিক করা হবে: প্রধানমন্ত্রী

জান্নাতুল ফেরদৌসী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে ক্ষমতায় আসলে বিমান বাহিনীকে আরো আধুনিক করা হবে।বিমান বাহিনীর জন্য যেসব পরিকল্পনা করেছি, আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করা হবে। সেনাবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলা হবে।’ বৃহস্পতিবার দুপুরে বিমান বাহিনী একাডেমি যশোরে ‘ বঙ্গবন্ধু কমপ্লেক্স’ এর উদ্বোধন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক চট্টগ্রামে ‘বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট’ এর ভিত্তি প্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী  এ কথা বলেন। বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ করতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্র নীতি হলো— সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। কিন্তু যদি কখনও আঘাত আসে, সেজন্য স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মতো প্রস্তুতি আমাদের নিয়ে রাখতে হবে। এজন্যই প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক করা হচ্ছে। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাক। বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সততা, দক্ষতা প্রতিটি কর্মক্ষেত্রে শক্তি যোগায়। সে কথা মনে রেখে দেশ প্রেমে উদ্বোদ্ধ হয়ে এই দেশকে আরো উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলবেন, সেটাই আমি সকলের কাছে আশা করি। এসময় ফোর্সেস গোল ২০৩০ অনুযায়ী বিমান বাহিনীকে সুসজ্জিত আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে ১০টার দিকে তেজগাঁওস্থ বিমানবন্দর থেকে হেলিকপ্টারে যোগে রওনা দেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় তিনি যশোরে বিমান বাহিনী ঘাঁটি মতিউর রহমানে পৌঁছান। এসময় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।  

অন্যান্য সংবাদ