Skip to main content

চীনকে যুদ্ধের হুমকি দিলেন সাবেক মার্কিন কমান্ডার

আব্দুর রাজ্জাক: বাণিজ্যযুদ্ধের পর এবার চীনকে সামরিক যুদ্ধের হুমকি দেয়া হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের সাথে চীনের ব্যাপক সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন সাবেক কমান্ডার বেন হোজেজ। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নিয়ে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে হোজেজ এমন একটি মন্তব্য করেন। হোজেজ জানান, ‘আগামী ১৫ বছরের মধ্যেই চীনের সাথে সংঘর্ষটি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জোর আশঙ্কা থাকা সত্তে¡ও এটি কিন্তু অনিবার্য নয়। এমনকি যুক্তরাষ্ট্র ইউরোপ ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের হুমকি মোকাবেলায় তেমন কিছুই করতে পারবে না কারণ ওয়াশিংটন পশ্চিমা সামরিক জোট ন্যাটো’র নীতিতে নিজের সিদ্ধান্তে এখনো অটল রয়েছে।’ উল্লেখ্য, গতবছর অবসরে যাওয়া লে.জেনারেল হোজেজ ইউরোপে মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ওয়াশিংটন ভিত্তিক সংস্থা ‘সেন্টার ফর ইউরোপিয়ান পলিসি অ্যানালাইসিস’ (সিইপিএ) তে কৌশলগত বিদ্যা বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। ইয়ন নিউজ

অন্যান্য সংবাদ