শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০১৮, ০৫:৩১ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৮, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৯ কোম্পানির বোর্ড সভা আজ

এস এম এ কালাম: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৯ কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হবে। ২২টি লভ্যাংশ সংক্রান্ত এবং ১৭টি কোম্পানি প্রান্তিক ঘোষণা সংক্রান্ত সভা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সভা করবে তিতাস গ্যাস বিকাল সাড়ে ৪টায়, আরএন স্পিনিংয়ের বিকাল সাড়ে ৩টায়, হামিদ ফেব্রিক্সের বিকাল ৩টায়, মুন্নু জুট স্টাফলার্সের বিকাল ৩টায়, মুন্নু সিরামিকের বিকাল সাড়ে ৩টায়, আইটি কনসালটেন্টসের বিকাল সাড়ে ৩টায়, ফরচুন সুজের বিকাল সাড়ে ৪টায়, বিডি থাইয়ের বিকাল সাড়ে ৩টায়, মেট্রো স্পিনিংয়ের বিকাল ৪টায়, ম্যাকসন্স স্পিনিংয়ের বিকাল ৩টায়, আনলিমাইয়ার্নের বিকাল সাড়ে ৩টায়, এসিআইয়ের বিকাল ৪টায়, এসিআই ফর্মূলেশনের বিকাল পৌনে ৩টায়, নাহি অ্যালুমিনিয়ামের বিকাল সাড়ে ৪টায়, সিভিও পেট্রোকেমিক্যালের বিকাল সাড়ে ৩টায়, বেক্সিমকো ফার্মার বিকাল সাড়ে ৩টায়, বেক্সিমকো লিমিটেডের বিকাল ৪টায়, বেক্সিমকো সিনথেটিক্সের বিকাল ৫টায়, শাইনপুকুর সিরামিকের বিকাল সাড়ে ৪টায়, ইন্দো-বাংলা ফার্মার বিকাল ৪টায়, দুলামিয়া কটনের বিকাল ৩টায় ও ইনফর্মেশন নেটওয়ার্কের বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর বোর্ড সভায় ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

যে কোম্পানিগুলো প্রান্তিক সংক্রান্ত সভা করবে তাদের মধ্যে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৩টায়, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৩টায়, রিপাবলিক ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, লাফার্জহোলসিম সিমেন্টের বিকাল ৩টায়, গ্লোবাল ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৪টায়, মেরিকোর সন্ধ্যা সাড়ে ৬টায়, মার্কেন্টাইল ব্যাংকের বিকাল ৩টায়, ইসলামিক ফাইন্যান্সের বিকাল পৌনে ৩টায়, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৪টায়, জিএসপি ফাইন্যান্সের বিকাল ৩টায়, স্ট্যান্ডার্ড ব্যাংকের বিকাল ২.৩৫টায়, ইসলামী ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, উত্তরা ফাইন্যান্সের বিকাল সাড়ে ৩টায়, ইস্টার্ন ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, কেয়া কসমেটিকসের বিকাল ৩টায়, এক্সিম ব্যাংকের বিকাল ৩টায় ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়