শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০১৮, ০৫:২২ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৮, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শাহাদাত

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন বিভিন্ন ঝামেলার কারনে দলের বাইরের ছিলেন শাহাদাত।হঠাৎ করে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার সুযোগ লাভ করেন । এবার নিজের যোগ্যতা প্রমাণ করার পালা । কতটুকু নিজেকে মেলে ধরতে পারেন তা অপেক্ষার পালা ।

শাহাদাত হোসেন সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছেন ২০১৩ সালে। সাদা পোশাকে ২০১৫ সালে সুযোগ পেলেও ইনজুরির কারণে আবারও বাদ পড়েন।
এর বাইরে ওয়ানডে স্কোয়াডে থাকা পাঁচ ক্রিকেটারও আছেন বিসিবি একাদশের স্কোয়াডে। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া ফজলে রাব্বি ছাড়াও নাজমুল হোসেন, আরিফুল হক, আবু হায়দার ও রুবেল হোসেন আছেন তিন দিনের এই প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে।
বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি ১২ সদস্যের দল ঘোষণা করেছে। আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন দিনের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এরপর চট্টগ্রাম থেকেই সিলেটে চলে যাবে জিম্বাবুয়ে। ৩ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হতে যাচ্ছে নয়নাভিরাম স্টেডিয়ামটির। দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু মিরপুর স্টেডিয়াম, শুরু হবে ১১ নভেম্বর।
বিসিবি একাদশ: ফজলে রাব্বি, মিজানুর রহমান, নাজমুল হোসেন, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, আফিফ হোসেন, নুরুল হাসান, এবাদত হোসেন, আবু হায়দার, রুবেল হোসেন, শাহাদাত হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়