শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০১৮, ০৫:১৩ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৮, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুটিকে ধর্ষণ ও হত্যার পর পুড়িয়ে দেন খালু

স্মৃতি খানম: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর থেকে উদ্ধার করা শিশু আঁখি (১২) হত্যার রহস্য উন্মোচনের দাবি করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, শিশুটির আপন খালুই তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। তার পর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

গতকাল মানিকগঞ্জ জেলা পুলিশের ডিআইও-১ মুহম্মদ আশরাফুল আলম দাবি করেছেন, এরই মধ্যে সন্দেহভাজন শাহাদাত হোসেনকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। তিনি পুলিশি জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন।

গত ২১ অক্টোবর দৌলতপুর উপজেলার চকমিরপুর থেকে আঁখির পোড়া দেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই দিনই থানায় মামলা দায়ের করা হয়।শাহদাতের গ্রামের বাড়ি দৌলতপুর উপজেলার বড় শ্যামপুর গ্রামে। এলাকাটি চকমিরপুরের পাশে। আর আঁখি তার নানাবাড়ি সাটুরিয়া উপজেলার দীঘুলিয়া গ্রামে থাকত। তার বাবা নেই, মা আছে।

শাহাদাতকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা দাবি করেন, শাহাদাত সাভারের হেমায়েতপুরে পরিবার নিয়ে থাকেন। কিছুদিন আগে আঁখি নানাবাড়ি থেকে সেখানে বেড়াতে যায়। গত ১৮ অক্টোবর শাহাদাত আঁখিকে নানাবাড়ি সাটুরিয়ার বাসে তুলে দেওয়ার কথা বলে বাসা থেকে নিয়ে বের হন। কিন্তু তিনি শিশুটিকে নানাবাড়িতে না পাঠিয়ে নিজের গ্রামের পাশের চকমিরপুরে নিয়ে যান। পরে রাতে একটি মাঠের মধ্যে পরিত্যক্ত ডিপ শ্যালো মেশিনের ঘরে ধর্ষণ করেন। তার পর শ্বাসরোধে শিশুটিকে হত্যা করেন। শেষে আলামত গোপন করার জন্য শিশুটির গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গত মঙ্গলবার গভীর রাতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার, উপপরিদর্শক (এসআই) মো. আবদুল হাইসহ একটি দল শাহাদাত হোসেনকে ঢাকার ধামরাই থানার বারবারিয়া স্কেল এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তিনি জিজ্ঞাসাবাদে এসব তথ্য দেন বলে পুলিশ দাবি করেছে। সূত্র: এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়