Skip to main content

চীনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু

স্মৃতি খানম: বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সেতু উদ্বোধন করেন চীন। দেশটির মুল ভূখন্তের ঝুহাই শহরের সাথে ৫৫ কিলোমিটার বা ৩৪মাইল দীর্ঘ সেতু সংযুক্র করবে হংকং ও ম্যকাওকে। কর্তৃপক্ষ বলছে এর ফলে আগে যেখানে এ পথ পাড়ি দিতে তিন ঘন্টার মতে সময় ব্যয় হতো সময় ব্যয় হতো সেক্ষেত্রে এথন লাগবে মাত্র আধা ঘন্টা। সমুদ্রের ওপর বিশ্বের অন্যতম বড় সেতু করেছে চীন। ৫৫কিলোমিটার লম্বা এই সেতু চীনের হংকং ম্যাকাও এবং ঝুহাইয়ের মদ্ধে যোগসূত্র স্থাপন করবে। সেতুটির প্রায় ৩০ কিলোমিটার চীনের পার্ল নদীর ওপর দিয়ে গেছে। সেতুটির একটি অংশ সাগরের নীচে টানেলে এর দুই অংশের মাঝে সংযোগস্থলে আছে কৃত্রিম দ্বীপ। শাক্তিশালী টাইফুন এবং ভূমিকম্প প্রতিরোধের ব্যবস্থা রাখা হয়েছে। আশা করা হচ্ছে এই সেতু অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। কিন্ত এনিয়ে বিতর্কও রয়েছে। এটি নির্মাণে নয় বছর সময় লেগেছে। তৈরির সময় ১৮ জন নির্মাণ কর্মি নিহত হয়েছে। আহত হয়েছে অনেক কর্মি। সমালোচকরা বলছেন, এই সেতু নির্মাণে দুই হাজার কোটি ডলার যে ব্যয় হয়েছে, তা অত্যন্ত বেশি। এটি শুধু একটি রাজনৈতিক প্রতিক হংকংকে মুল ভূখন্ডের কাছাকাছি নেয়ার লক্ষ্যে এটি করা হয়েছে। কিন্ত চীনা কর্তৃপক্ষ এটি চালু করে তা ব্যাপকভাবে উদযাপন করছে। সূত্র: বিবিসি বাংলা

অন্যান্য সংবাদ