শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০১৮, ০৪:০২ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৮, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় পুলিশ ইন্সপেক্টর আনোয়ার সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত

আরএইচ রফিক, বগুড়া: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়ে পুলিশ ইন্সপেক্টর আনোয়ার হোসেন এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার অবস্থা আশংকাজনক। তাকে এয়ার এ্যম্বুলেন্সে করে ঢাকায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে নওগাঁ জেলার পোর্শা এলাকায়। তিনি পোর্শা থানায় কর্মরত।

এ ব্যপারে বিস্তারিত জানা যায়নি। তবে এব্যপারে নির্ভযোগ্য সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ইন্সপেক্টর আনোয়ার সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী একটি অভিযানে সক্রিয় ভাবে অভিযানে গেলে সঙ্গবদ্ধ একটি মাদক চক্র তার বুকে ছুরিকাঘাত করে। এতে করে তিনি মারাত্বক ভাবে আহত হন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে গতকাল তাকে জরুরী ভিত্তিতে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ইন্সপেক্টর আনোয়ার বাংলাদেশ পুলিশের অত্যন্ত সাহসী, কুশলী এবং দক্ষ একজন কর্মকর্তা।

সেকেন্ড অফিসার হিসাবে দীর্ঘদিন তিনি বগুড়া সদর থানায় কর্মকালীন সময়ে মৃত্যু ঝুঁকি নিয়ে অসংখ্য সন্ত্রাসী ও নাশকতা কারীদের পরাস্থ করেছেন তিনি। সু’যোগ্য এই সাহসী পুলিশ অফিসার ইন্সপেক্টর হিসাবে নওগাঁ জেলায় বদলী হয়ে যাবার পর মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসীদের ভিত কাঁপিয়েছেন। তিনি একমাত্র পুত্র সন্তানের জনক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়