শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০১৮, ০২:৫৯ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৮, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ দলে ‘নিষিদ্ধ’ সাব্বিরের ৯৯

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ক্রিকেট লিগের চর্তুথ রাউন্ডে রানের দেখা পেলেন জাতীয় দল থেকে নিষিদ্ধ হওয়া সাব্বির রহমান। চলমান লিগে রাজশাহীর হয়ে খেলছেন এই ডানহাতি ব্যাটসম্যান। খুলনায় অনুষ্ঠিত ম্যাচে প্রথম ইনিংসে ৯৯ রান করেছেন সাব্বির। তার ইনিংসটি সাজানো ছিল ১১ টি বাউন্ডারি এইং একটি ছক্কা দিয়ে। আফিফ হোসেনের বলে রান আউট হওয়ার কারণে সেঞ্চুরি থেকে বঞ্চিত হন ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।

শৃঙ্খলাভঙ্গের দায়ে গত ১ সেপ্টেম্বরে আর্ন্তজাতিক ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন সাব্বির। এর আগে খুদে এক ভক্তের গায়ে হাত তোলায় ছয় মাস ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন। গত জুনে সেই নিষেদ্ধাজ্ঞা কাটানোর পর ফেসবুকে সমার্থককে গালি দিয়ে ফের সেপ্টেম্বরে নিষেদ্ধাজ্ঞার মুখে পড়েন তিনি। বর্তমানে জাতীয় লিগে খেলছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
সাব্বির রহমান ছাড়াও রাজশাহীর হয়ে প্রথম ইনিংসে রান পেয়েছেন মিজানুর রহমান (৪৩), জুনায়েদ সিদ্দিকি (৪৭), মুকতার আলী (৪৭) । হাফসেঞ্চুরি করেছেন ফরহাদ হোসেন(৫৬) এবং সানজামুল ইসলাম (৬৪)।

খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বুধবার দিন শেষে ৯ উইকেটে ৪১৮ রান সংগ্রহ করেছে রাজশাহী।
এরআগে ব্যাট করতে নেমে সবগুলো উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে খুলনা। দলের পক্ষে ৭১ রান করেছেন তুশার ইমরান। এছাড়া ৯ চার ১ ছয়ে ৬৬ রান করেছেন সৌম্য সরকার।
খুলনার ৩০৯ রানের ইনিংসকে টপকে ১০৯ রানের লিড নিয়ে এগিয়ে আছে রাজশাহী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়