শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০১৮, ০২:১১ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৮, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক প্রতিপক্ষ মোকাবেলায় পিছপা হই না: প্রধানমন্ত্রী

তরিকুল ইসলাম সুমন : রাজনৈতিক ক্ষেত্রে সকলের রাজনীতি করার অধিকার আছে উল্লেখ করে ঐক্যফ্রন্টকে রাজনীতিতে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, আমি কোনভাবেই রাজনৈতিক প্রতিপক্ষ মোকাবেলা করতে কখনো পিছপা হই না। রাজনৈতিকভাবেই আমরা মোকাবেল করি। এটা বাস্তবতা। তবে কেউ যদি জঙ্গি, সন্ত্রাস বা মাদক অথবা অশালীন উক্তি করে মানুষ যদি বিচার চায় সে বিচার দেয়াটাও রাষ্ট্রের কর্তব্য। রাষ্ট্র সে বিচার করবে এবং করে যাচ্ছে। সেটাও দেশবাসী দেখতে পাচ্ছে।

বুধবার বিকালে সেগুপ্তা ইয়াসমিনের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রশানমন্ত্রী শেখ হাসিনা।

ঐক্যফ্রন্টকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আমি তাদের স্বাগত জানাই। আমি মনে করি রাজনৈতিক ক্ষেত্র সকলের রাজনীতি করার অধিকার আছে। রাজনৈতিকভাবে বিভিন্ন দল জোট করে নির্বাচনে আসবেন, নির্বাচনে অংশগ্রহন করবে এতে করে গণতন্ত্র ভিত্তিটা আরো মজবুত হবে বলে বিশ্বাস করি।

প্রধানমন্ত্রী বলেন, এখানে (ঐক্যফ্রন্ট) যারা যুক্ত নিয়ে তাদের যে কথাবার্তা মানুষ জানতে পারছে শুনতে পারছে। এরা তো মানুষকে সম্মান রেখেও কথা রাখতে পারছে না কেউ কেউ। এমনকি বিশেষ করে নারী বিদ্বেশী মনোভাব, মেয়েদের প্রতি আশালীন কথা বলা থেকে শুরু করে অনেক কিছু, যারা জোট করেছে তাদের কাছ থেকে আমরা শুনতে পারছি। অামি আশা করি তারা আরো সংযত হবে। জনগণের জন্য কাজ করতে গেলে যে সহনশীলতা দরকার যে ত্যাগ দরকার, এই ত্যাগ বা সহশীলতা তাদের মাঝে নাই।

তিনি আরো বলেন, কিন্তু আশা করি করি তারা যদি এদেশে সত্যিই রাজনৈতিক একটি জোট করে এগিয়ে যেতে চান, তাহলে তাদের সেভাবেই চলতে হবে। এটুকু আমরা কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়