শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০১৮, ০১:৪৫ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৮, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের আইসিটি খাতে বিনিয়োগ করবে চীন

ফাহিম ফয়সাল : বাংলাদেশের আইসিটি খাতে বিনিয়োগ করবে চীনের কেবলিং ও ডাটা সেন্টার ইসফ্রাসটাকচার প্রতিষ্ঠান‘ ‘ভিভানকো’। এই লক্ষ্যে প্রতিষ্ঠানটি গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে প্লট বরাদ্দ চেয়েছে।

কোম্পানির চেয়ারম্যান ইয়েনাং ঝাং এর নেতৃত্বে ভিভানকোর তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ বাংলাদেশ সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযু্ক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎকালে এ কথা জানান।

বৈঠককালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে বাংলাদেশের ডিজিটাল খাতে বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় করেন।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং উন্নয়ন অংশিদার। দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

বাংলাদেশে আইসিটি বা ডিজিটাল পণ্যের একটি বড় বাজার উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ আসিয়ানভুক্ত দেশসহ দক্ষিণ – এশীয় দেশসমূহের প্রবেশদ্বার। বাংলাদেশ ও চীন যৌথভাবে এ ভৌগোলিক অবস্থানের অপার সম্ভাবনা কাজে লাগাতে পারে।

মোস্তাফা জব্বার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের জন্য অত্যন্ত আকর্ষণীয় দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ ৮০টি দেশে আইসিটি পণ্য রপ্তানি করছে। আইসিটি খাতে নগদ প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ সৃষ্টির ফলে আইসিটি খাত বিনিয়োগের থ্রাস্ট সেক্টরে পরিণত হয়েছে। গত প্রায় এক বছরে আইসিটি খাতে বৈদেশিক বিনিয়োগে অভাবনীয় সারা জেগেছে।

প্রতিনিধিদল কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিটিতে পরির্দশনে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং সেখানকার যোগাযোগ অবকাঠামোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন।

মন্ত্রী রাজধানী থেকে কালিয়াকৈর আধুনিক যোগাযোগ অবকাঠামো তৈরিতে সরকারের বিভিন্ন উদ্যোগ প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি বলেন, উন্নত সড়ক যোগাযোগের পাশাপাশি সহজ যোগাযোগ মাধ্যম হিসেবে উন্নত রেল যোগাযোগ সহসাই বাস্তবায়িত হতে যাচ্ছে।

প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন- ভিভানকোর পরিচালক এন্দি রো এবং আঞ্চলিক পরিচালক আবু সায়েম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়