শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০১৮, ০২:৪২ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৮, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত ৫ বছরে সরকার দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়েছে : সাঈদ খোকন

শাকিল আহমেদ : হরতাল জ্বালাও পোঁড়াও রোধ করে গত ৫ বছরে শেখ হাসিনার সরকার দেশটিকে স্থিতিশীল অবস্থায় নিয়েছে। নিন্ম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নিত করেছে। মানুষ শান্তিপূর্নভাবে নিরাপদে বসবাস করছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

আগামী নির্বাচনে আপনাদের দোয়া ও ভোটের রায় নিয়ে ক্ষমতায় এলে দেশটাকে সোনার বাংলা গড়ে তুলবো বলে জানান দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন

গতকাল রাজধানীর সবুজবাগে শুভ প্রবারণা পূর্ণিমা২০১৮ উপলক্ষে ‘প্রবারণ পূর্ণিমার তাৎপর্য’ শীর্ষক সদ্ধর্ম সভায় তিনি এসব কথা বলেন।

আসন্ন নির্বাচনে জনগণের কাছে নৌকায় মার্কা ভোট চেয়ে মেয়র বলেন, শেখ হাসিনা কিংবা মেয়র সাঈদ খোকনের জন্য নয়, প্রিয় মাতৃভূমির বাংলাদেশের উন্নয়নের আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। যাতে বাংলাদেশের অগ্রগতি অব্যাহত থাকতে পারে।
৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুজ্জামানের ‘বৌদ্ধ মন্দির থেকে কালি মন্দির পর্যন্ত রাস্তাটি দখল মুক্ত করার দাবির প্রেক্ষিতে মেয়র সাঈদ খোকন বলেন, আপনি অফিসে এসে আবেদন করুন আমি রাজউকের চেয়ারম্যানকে বলে অবৈধ দখল উদ্ধারের উদ্যোগ নেবো।’

ঝুঁকি না নিয়ে সচেতনভাবে ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পারাপার,মটরসাইকেল চালানোর সময় কানে ইয়ারফোন ব্যবহার না করার পাশাপাশি ফুটপাত দখল না করার আহবান জানান তিনি। এছাড়াও অনুষ্ঠানে গত তিন বছরে সিটি করপোরেশনের সফলতা উদ্যোগের চিত্র তুলে ধরেন সাঈদ খোকন।

ধর্মবাজিক বৌদ্ধ মহাবিহার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথের। বক্তব্য রাখেন আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ সদস্য ড. প্রণব কুমার বড়ুয়া, দক্ষিণ সিটিকরপোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামীলীগের সভাপতি আশরাফুজ্জামান ফরিদ প্রমুখ।

সভার আগে ধর্মবাজিক হানিফ চত্বর ও ভিক্ষু প্রশিক্ষণ কেন্দ্র ও ভিক্ষু নিবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মেয়র। তিনি বলেন, এইগুলো বাস্তবায়নের জন্য অর্থেরও যোগানে দেবেন তিনি। সম্পাদনা- আবু বকর

  • সর্বশেষ
  • জনপ্রিয়