শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০১৮, ০১:৩৭ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৮, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লামায় বেপরোয়া টমটম চাপায় সাংবাদিক ফরিদ উদ্দিন গুরুতর আহত

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় বেপরোয়া গতির ব্যাটারি চালিত টমটম চাপায় সাংবাদিক মো. ফরিদ উদ্দিন গুরুতর আহত হয়েছেন।

বুধবার বিকালে স্থানীয় টাউন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফরিদ উদ্দিন পৌরসভা এলাকার কলিঙ্গাবিল গ্রামের বাসিন্দা মৃত ওয়াহেদ আলীর ছেলে। তিনি গাজী টেলিভিশন ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকার প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাংবদিক ফরিদ উদ্দিন বুধবার বিকাল পৌনে ৪টার দিকে সাংবাদিকতার কাজে লামা বাজার থেকে মোটর সাইকেল যোগে লাইনঝিরি এলাকায় যাচ্ছিলেন। এ সময় তিনি টাউন হলের সামনে পৌঁছলে পেছন দিক থেকে বেপরোয়া গতির একটি টমটম তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

লামা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ কায়সার জানান, সাংবাদিক ফরিদ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টমটম চাপায় সাংবাদিক মো. ফরিদ উদ্দিন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. লেয়াকত আলী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়