শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০১৮, ০১:৩১ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৮, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্ণাঢ্য আয়োজন মির্জাগঞ্জে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মির্জাগঞ্জ প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পটুয়াখালীর মির্জাগঞ্জে শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে শ্রমিক লীগের উদ্যোগে এক বিশাল র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলার সুবিদখালী সরকারি র.ই. মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক শ্রমিক সমাবেশ ও আলোচনা সভায় মিলিত হয়। মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান মৃধার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. ফারুক খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গাজী মো. আতাহার উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক মো. ইউনুস আলী সরদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুভল চন্দ্র দেবনাথ, জসিম উদ্দিন জুয়েল বেপারী, আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন মৃধা, জেলা শ্রমিক লীগের সভাপতি এ্যাড. মো. শাহিন মিয়া, সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান ও উপজেলা ছাত্রলীগ নেতা মো. জহিরুল ইসলাম জুয়েলসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়