শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০১৮, ০১:৩২ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৮, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি

মো. ইউসুফ আলী বাচ্চুঃ দল নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে ৭ রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক বাম ঐক্য।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।

গুম,খুন,সন্ত্রাস,লুটপাট বন্ধ,তফসিল ঘোষণার পূর্বে সরকারের পদত্যাগ,নির্বাচনে ইভিএম ব্যবহার না করা ও দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে গণতান্ত্রিক বাম ঐক্য।

সমাবেশে বক্তারা বলেন, দেশে বর্তমানে চরম নৈরাজ্য চলছে। জনগনের ভোটের অধিকার হরণ করা হয়েছে, গুম,খুন,সন্ত্রাস,লুটপাট নিত্যদিনের সঙ্গী। মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির মত আরও একটি পাতানো নির্বাচন করার পায়তারা করছে। অবিলম্বে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন নইলে শেষ পরিণতি ভালো হবে না।

বক্তারা আরো বলেন,সরকারকে অবশ্যই পদত্যাগ করে দল নিরপেক্ষ সরকারেএ অধিণে নির্বাচন দিতে হবে। সামনে গণতান্ত্রিক বাম ঐক্যে কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে পল্টন মোড় জিপিও ঘুরে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক এম এ সামাদের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাম্যবাদী দলের(এমএল) আহ্বায়ক হারুন চৌধুরী,জাতীয় বিপ্লব পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারন সম্পাদক সামসুল আলম,বাংলাদেশ শ্রমিক পার্টির সভাপতি তপন কর্মকার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়