শিরোনাম

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০১৮, ০১:১৩ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৮, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে উস্কানি, ইসরায়েলে সন্দেহভাজন ২৬ শিশুকামী গ্রেফতার

রাশিদ রিয়াজ : ইসরায়েলের পুলিশ ২৬ জন শিশুকামীকে গ্রেফতার করেছে যাদের মধ্যে স্কুল শিক্ষক থেকে শুরু করে সাঁতার প্রশিক্ষকও রয়েছেন। পুলিশ গত ৬ মাস ধরে অনলাইনে এসব শিশুকামীদের কিশোর-কিশোরীদের উত্যোক্ত করা ও উস্কানিমূলক ছবি ও বার্তাগুলো পরীক্ষা করে তাদের গ্রেফতারের সিদ্ধান্ত নেয়। ভিডিও কলের মাধ্যমে ও ভুয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁদ পাতা হয়। ব্যবহার করা হয় কিশোরীর ছবি। চ্যাট করে শিশুকামীদের আপত্তিকর উক্তি থেকে তাদের চিহ্নিত করা হয়। টাইমস অব ইসরায়েল

ইসরায়েল পুলিশ বলছে, চ্যাটের সময় এসব শিশুকামীদের অনেকে তাদের গোপন বাসনা চরিতার্থ করার ইচ্ছা প্রকাশ করে। তারা ওই কিশোরির ছবি দেখে প্রলুব্ধ করার চেষ্টা করে এবং গোপন স্থানে অভয় দিয়ে মিলিত হবার প্রস্তাব দেয়। তারা বিভিন্ন নগ্ন সাইট দেখার জন্যে ওই কিশোরীকে বলে। সন্দেহভাজনদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইসরায়েলের নাইট পুলিশ দল সন্দেহভাজনদের বাসভবনে হানা দিয়ে বেশ কিছু আপত্তিকর ও জাল সরঞ্জাম উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বয়স ২১ থেকে ৪৪ বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়