শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৮, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীতে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মানহানি মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জারি

মো. ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি: একাত্তর টেলিভিশনের “একাত্তর জার্নাল” অনুষ্ঠানে সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় নারী জাতিকে হেয় প্রতিপন্ন ও সমগ্র নারী জাতির মানহানি করা হয়েছে অভিযোগ করে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা দায়ের হয়েছে।

বুধবার সকালে মামলাটি দায়ের করেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহব্বায়ক মোছাঃ সালেহা বেগম।

রাজবাড়ীর সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার মামলাটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার বাদী মোছাঃ সালেহা বেগম জানান, “একাত্তর জার্নাল” অনুষ্ঠানে সাংবাদিক মাসুদা ভাট্টিকে প্রকাশ্যে চরিত্রহীন বলায় নারী জাতিকে হেয় প্রতিপন্ন ও সমগ্র নারী জাতির মানহানি করা হয়েছে তাই একজন সচেতন নাগরিক হিসেবে তার বিরুদ্ধে এক কোটি টাকা মানহানি মামলা দায়ের করেছি।

রাজবাড়ী বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট সফিকুল আজম মামুন জানান, একাত্তর টেলিভিশনের “একাত্তর জার্নাল” অনুষ্ঠানে সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় নারী জাতিকে হেয় প্রতিপন্ন ও সমগ্র নারী জাতির মানহানি করা হয়েছে অভিযোগ করে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহব্বায়ক মোছাঃ সালেহা বেগম কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন। রাজবাড়ীর সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার মামলাটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়