Skip to main content

ঐক্যফ্রন্টকে সমর্থন জানিয়েছেন কর্ণেল অলি

সাব্বির আহমেদ : নিরপেক্ষ নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির দাবি হয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কনেল অব ড. অলি আহমেদ সমর্থন দিয়েছেন। বুধবার বিকালে সিলেট জেলা রেজিস্ট্রারী মাঠে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। তিনি বলেন, আজকে এই সমাবেশ থেকে অলি আহমেদের পক্ষ থেকে জাতীয় ঐক্যফ্রন্টকে পুর্নাঙ্গ সমর্থন জানাই। যে দাবি নিয়ে ঐক্য গঠন হয়েছে তাতে আমাদের পুর্ন সমর্থন জানাচ্ছি। এলডিপির যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিমও জনসভায় যোগ দেন। এছাড়া ২০ দল জোট নেতা মোস্তফা জামাল হায়দার, অধ্যাপক আহমেদ আবদুল কাদের, মাওলানা রকিব উদ্দিন, এমএম আমিনুর রহমান প্রমুখ। এছাড়া বিকল্প ধারা একাংশের মহাসচিব শাহ আহমেদ বাদল।

অন্যান্য সংবাদ