Skip to main content

তৃতীয় ওয়ানডের দলে সৌম্য সরকার

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ চলার সময় হঠাৎ জাতীয় দলে ডাক পেয়েছিলেন। খুলনা থেকে ঢাকা ফিরে গিয়েছিলেন আরব আমিরাত। সৌম্য সরকার এবার সেই খুলনা থেকে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিচ্ছেন।জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে ডাক পেয়েছেন তিনি। খুলনা জাতীয় লিগের ম্যাচ নিয়ে ব্যস্ত ছিলেন। আবু নাসের স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ম্যাচের তৃতীয় দিন একটি উইকেটও নেন সৌম্য। লাঞ্চ বিরতির সময় জানতে পারেন জাতীয় দলে ফেরার খবরটি। বিকেলে ঢাকায় আসবেন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে এসে যোগ দেবেন দলের সঙ্গে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শুক্রবার। সৌম্য যোগ হওয়ায় স্কোয়াড এখন ১৬ সদস্যের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের অধিনায়ক ছিলেন সৌম্য। বিকেএসপিতে হওয়া ওই ম্যাচে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন এ বাঁহাতি ব্যাটসম্যান।