শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৮, ০৯:৪০ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পথশিশুদের মাঝেই জন্মদিনের আনন্দ পরী মণির’

মহিব আল হাসান: ঢাকাই সিনেমার গ্লামারস চিত্রনায়িকা পরী মণির আজ জন্মদিন। এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে রাজধানীর মিরপুরের একটি পথশিশুদের স্কুলে অনাথ বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছেন। এরপর সন্ধায় বন্ধুদের সাথে নিয়ে একটি অভিজাত হোটেলে জন্মদিনের কেক কাটবেন।

পরী মণি আমাদের সময় ডট কমকে বলেন, ‘আমি মিরপুরের একটি পথশিশুদের স্কুলে বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছি। তাদের সাথে খেলাধুলা, খাওয়া দাওয়া করে আজকের দিনটা পার করব। শিশুদের নির্মল হাসি দেখে আমার অনেক ভালো সময় কেটে যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি তাদের সাথে জন্মদিনের প্রথম প্রহর কাটাতে বেশ মজা লাগে।

পথশিশুদের মাঝেই জন্মদিনের আনন্দ আমার। এরপর সন্ধ্য়ায় সব কাছের মানুষদের নিয়ে পালন করব জন্মদিনের আরেক পর্ব। বিশেষ দিনে সেই চাওয়াটা আরো বেড়ে যায়। যে কারণে আসলে সন্ধ্যায় কাছের মানুষদের দাওয়াত করেছি। সবাইকে নিয়ে কেক কাটতে চাই। সবার দোয়া নেব।’

পরী মণি বরাবরের মতো এবারের পার্টিতে ড্রেস কোড ঠিক করে দিয়েছেন। ছেলেদের কালো আর মেয়েদের পরে আসতে হবে সোনালি রঙের পোশাক। কালো সাধারণত শোকের রং।

নিজের ব্যস্ততা নিয়ে পরী বলেন, ‘মুক্তির অপেক্ষায় আছে একটি চলচ্চিত্র। আর কাজের মধ্য দিয়ে চলচ্চিত্রকে বোঝার চেষ্টা করছি। আগামী দিনে ভালো চলচ্চিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হবো। এখন তারই প্রস্তুতি নিচ্ছি।’

শাহ আলম মন্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে ২০১৫ সালে ঢাকায় সিনেমায় যাত্রা শুরু করেন। পরীমণি ঢাকায় সিনেমায় পর্দায় অভিষেক হওয়ার আগেই ২৩ টি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন। একে একে কাজ করেন ‘রক্ত’, ‘মহুয়া সুন্দরী’, ‘স্বপ্নজাল’ ‘রানা প্লাজাসহ বেশকিছু সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে পরীর শামিমুল ইসলাম শামিম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়