Skip to main content

আগামীতে জাতীয় ঐক্যফ্রন্ট সরকার গঠন করবে: আমান

সাব্বির আহমেদ, সিলেট থেকে : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন অভিসম্ভাবী মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান বলেছেন, শেখ হাসিনার পতন কেউ ঠেকাতে পারবে না। উনার অধীনে কোনও নির্বাচন মানি না। আগামীতে জাতীয় ঐক্যফ্রন্ট সরকার গঠন করবে। বুধবার (২৪ অক্টোবর) সিলেটের রেজিস্টারী মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সভা শুরু হয়। পরে গীতাপাঠ করা হয়। তিনি বলেন, শেখ হাসিনাকে দ্রুত বিদায় দিতে হবে। আজকের সমাবেশ ঘিরে পুলিশ ব্যাপক ধরপাকড় করেছে। শেখ হাসিনা ধরপাকড় এর নির্দেশনা দিয়েছেন। মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই।

অন্যান্য সংবাদ