Skip to main content

২৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়াতে জাপার জনসভা

২৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়াতে জাপার জনসভা
মো. ইউসুফ আলী বাচ্চু : আগামী ২৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ঐদিন  তিনি সকাল সাড়ে ৯টায় রাজধানীর বারিধারা’র প্রেসিডেন্ট পার্ক থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা করবেন। বুধবার দুপুরে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান। বেলা সাড়ে ১০টায় বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে যাত্রা করবেন। বেলা ১১টায় নবীনগর সরকারি কলেজ মাঠে হুসেইন মুহম্মদ এরশাদকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করবে। বেলা সাড়ে ১১টায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুপুর দেড়টায় ব্রাহ্মণবাড়িয়া থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরবেন সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

অন্যান্য সংবাদ