শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৮, ১০:৪১ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর উত্তরায় ১৩২ কেভি বিদ্যুৎ গ্রীড উপকেন্দ্র উদ্বোধন

শাহীন চৌধুরী: রাজধানী ঢাকার উত্তরায় বুধবার (২৪ অক্টোবর) ডেসকোর ১৩২/৩৩/১১ কেভি বিদ্যুৎ গ্রীড উপকেন্দ্রের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে। তিনি বলেন, প্রতিবছর প্রায় ২০% গ্রাহক বাড়ছে। সেবা নিয়ে তাদের কাছে যান। উন্নত সেবা প্রাতিষ্ঠানিক সমৃদ্ধিতেও সহযোগিতা করবে।

প্রতিমন্ত্রী বলেন, গ্রাহক হয়রানি ও সাশ্রয়ের জন্য প্রি-পেইড মিটারকার্যকরি অবদান রাখতে পারে। এ কার্যক্রম কাঙ্খিত ভাবে এগুচ্ছেনা। বর্তমানে ডেসকোর গ্রাহক ৮ লাখ ৮৫ হাজার অথচ প্রি-পেইডমিটার স্থাপন করা হয়েছে মাত্র ১ লাখ ৮৬ হাজার। তার মধ্যে মাত্র ৭০ হাজার স্মার্ট প্রি-পেইড মিটার। প্রতিমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ তার স্থাপনে প্রাথমিক ভাবে খরচ বাড়লেও বিদ্যুৎ অপচয় কম হয়। এ সময় তিনি সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের বদলান, আগামীর জন্য প্রস্তুত করুন।

ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড মিরপুর, উত্তরা, গুলশান, টঙ্গী ও পূর্বাচল নতুন শহরসহ প্রায় ৪০০বর্গ কিলোমিটার ভৌগলিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ করছে। ২০৪১ সাল নাগাদ প্রায় ৩৫ লাখ ৪৮ হাজার গ্রাহকের সেবা প্রদান করতে পরিকল্পনা নিয়ে সংস্থাটি কাজ করছে। নির্মাণাধীন ৫টি ১৩২/৩৩/১১ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ কাজ শেষ হলে অত্র এলাকায় ৪ লাখ ৫০ হাজার জন গ্রাহকের নতুন সংযোগের সক্ষমতা বৃদ্ধি পাবে, গ্রাহক প্রান্তে আরো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে এবং লো-ভোল্টেজ সমস্যার সমাধানসহ কারিগরী লোকসান কম হবে।

ডেসকো পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাহবুব-উল-আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস ও পিডিবি‘র চেয়ারম্যান খালেদ মাহমুদ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়