Skip to main content

ভোলার বোরহানউদ্দিনে গাঁজাসহ যুবক গ্রেফতার

আহমেদ মুনির, বোরহানউদ্দিন(ভোলা) : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গাঁজাসহ মাহাবি হাসান মিশুক(২৩) নামক এক যুবককে গ্রেফতার করছে স্থানীয় থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার গংগাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ধারিয়া গ্রামের সেলিম রেজার ছেলে। বোরহানউদ্দিন থানার এসআই ফোরকান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পান স্থানীয় ফায়ার সার্ভিস অফিসের নিকট গাঁজা বেচা-কেনা হচ্ছে। এমন সংবাদে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই ফোরকান, এএসআই বশির ওই স্থানে অভিযান চালায়। এ সময় ফায়ার সার্ভিস এর দক্ষিণ পার্শ্বে মান্নান মিঝির দোকান এর সামনে থেকে ১’শত কেজি গাঁজাসহ মিশুক নামক ঐ যুবককে আটক করা হয়। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক আইনে স্থানীয় থানায় একটি মামলা করা হয়েছে।