শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৮, ০৮:১৩ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে রবি ও খরিপ-১ মৌসুমে গম, ভুট্রা, সরিষা ও মুগডাল চাষে প্রনোদনার লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১২শ ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এই সার ও বীজ বিতরণ প্রনোদনা কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী।

উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফের সভাপতিত্বে কৃষি প্রনোদনা কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। উপজেলা প্রেসক্লাবে সভাপতি ভোরের কাগজ প্রতিনিধি মোঃ হারুন-উর রশীদ, সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি প্রভাষক আবু শহীদ,সহ-সাংগঠনিক সম্পাদক নবচেতনা প্রতিনিধি মেহেদি হাসান উজ্জল, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রজব আলী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার রুম্মান আকতার।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪০ জন কৃষককে গম, ৪শ ৪০জন কৃষককে ভুট্রা, ৪শ ৫০জন কৃষককে সরিষা, ৭০জন কৃষককে গ্রীষ্মকালীন মুগডাল এবং ২শ ৮০ জন কৃষককে বোরো ধানসহ সর্বমোট ১২৮০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ জানান, প্রনোদনা কর্মসূচীর আওতায় প্রত্যেক কৃষককে বীজের সাথে এক বিঘা (৩৩ শতাংশ) জমিতে গম ও ভুট্রা চাষের জন্য ডিএফপি ২০ কেজি ও এমওপি ১০ কেজি এবং সরিষা ও মুগডাল চাষে ডিএফপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি সার বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়