Skip to main content

খাসোগজি হত্যার অডিওটি শুনতে চান সিআইএ প্রধান

খাসোগজি হত্যার অডিওটি শুনতে চান সিআইএ প্রধান
সান্দ্রা নন্দিনী : সিআইএ পরিচালক জিনা হ্যাসপেল বলেছেন, তিনি তুরস্কের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগজির নির্যাতন ও হত্যার অডিও রেকর্ডটি শুনতে চান। তার মিশনের সাথে জড়িত চারটি সূত্র রয়টার্স’কে মঙ্গলবার এতথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো আরও জানিয়েছে, তুরস্ক থেকেই যুক্তরাষ্ট্রে ফিরবেন জিনা। সৌদি আরব যাওয়ার কোনও পরিকল্পনা আপাতত তার নেই। খাসোগজি হত্যার ঘটনা তদন্তে গত সোমবার তুরস্কে পৌঁছেছেন সিআইএ পরিচালক। সেখানে তিনি খুব সংক্ষিপ্ত সময় অবস্থান করলেও বর্তমান প্রেক্ষাপটে তার সফর খুবই গুরুত্ববাহী। সৌদি কনস্যুলেটে খাসোগজি নিখোঁজের ৩ সপ্তাহ পর তুরস্কে তদন্তে গেলেন জিনা। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের কাছে খাসোগজি সংক্রান্ত তথ্যসমূহ পাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে, তুরস্ক প্রথম থেকেই তাদের কাছে খাসোগজির নির্যাতন ও হত্যার অডিও থাকার দাবি করলেও এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা এই তদন্তের সাথে সম্পর্কিত কোনও পক্ষই এটির অস্তিত্বের সত্যতা সম্পর্কে জানতে পারেনি। রয়টার্স

অন্যান্য সংবাদ