শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৮, ০৪:৪৩ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমাবেশ মঞ্চের প্রস্তুতি চলছে, নিরাপত্তা জোরদার

সাব্বির আহমেদ, সিলেট থেকে : জাতীয় ঐক্যফ্রন্টের ডাকা আজকের সমাবেশ ঘিরে এক দিকে বিরাজ করছে চাপা উত্তেজনা, অন্যদিকে চলছে সমাবেশ প্রস্তুতির কাজ। সমাবেশ মঞ্চের কাজ এখনও ৩০ শতাংশ বাকি আছে। জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মী সমাবেশস্থলে এখনও আসা শুরু করেননি। তবে সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া অবস্থান সকাল থেকেই চোখে পড়ছে।

বুধবার সিলেটের রেজিস্টারী মাঠে সকাল থেকে এ পর্যন্ত এমনই চিত্র চোখে পড়েছে। খুব ছোট্ট জায়গায় নিয়ে রেজিস্টারী মাঠ। যেখানে বিকেলে বক্তব্য রাখবেন ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতারা। বক্তব্য রাখার কথা স্থানীয় নেতাদের। মাঠ ও তার বাইরে খালেদা জিয়া ও তারেক রহমানের বিশাল আকৃতির ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে। নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের নিশর্ত মুক্তি চান। চান গুম হওয়া নেতা ইলিয়াস আলীন সন্ধান।

তবে জনসভায় একটু বাইরে ঐক্যফ্রন্টেরও অনেক ব্যানার ফেস্টুন দেখা যাচ্ছে। রেজিস্টারী মাঠের প্রবেশমুখে সমাবেশ ঘিরে একটি তোরণ চোখে আর কোথাও এমন তোরণ চোখে পড়েনি। উৎসুক জনতার ভিড় ক্রমান্বয়ে বাড়ছে জনসভার ব্যানারেও। আছে মাদার অব ডেমোক্রেসি খালেদা জিয়ার মুক্তিসহ ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি সম্বলিত ব্যানার। জনসভায় মঞ্চের কাজ করছেন মানিক মিয়া। জানান, গতকাল থেকেই আমরা সভামঞ্চের কাজ শুরু করেছি। এখনও চলছে। আরও কিছু সময় লাগবে।

অন্যদিকে জনসভা মাঠে কিছুক্ষণ পরপর পুলিশের কর্মকর্তা টহল দিচ্ছেন। তারা জানিয়েছেন, জনসভার নিরাপত্তা নিশ্চিত করতেই তাদের বাড়তি তৎপরতা। সভায় সভাপতিত্ব করবেন সিলেট মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান অতিথি থাকবেন ড.কামাল হোসেন ও প্রধান বক্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা ইতোমধ্যেই সিলেট শহরে রয়েছেন। ভোরে হয়রত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়