শিরোনাম
◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৮, ০৭:৩৪ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতায় রেলস্টেশনে ওভারব্রিজ দূর্ঘটনায় নিহত ২, আহত ১৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম : কলকাতার সাঁতরাগাছি রেলস্টেশনের ফুট ওভারব্রিজে পদপিষ্ট হয়ে ২ জন যাত্রী নিহত হয়েছেন। একই সাথে আহত হয়েছে শিশুসহ আরো ১৭ জন। স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের সংযোগকারী ফুট ওভারব্রিজে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানিয়েছেন, একই সঙ্গে ৩টি ট্রেন এসে গিয়েছিল। এসময় ফুট ওভারব্রিজের উপরে হুড়োহুড়ি করে দু’জন মারা গিয়েছে। তবে এখনো নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

কলকাতায় রেলস্টেশনের ওভারব্রীজে পদপিষ্ট। ছবি: সংগৃহীত
তাৎক্ষণিকভাবে মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। এসময় আহতদেরও চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানিয়েছেন, সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ সাঁতরাগাছি স্টেশনে বেশ কয়েকটি একপ্রেস ট্রেন এসে দাঁড়ায়। কয়েকটি ট্রেন ছাড়বে বলেও দাঁড়িয়েছিল। ফলে প্রচুর যাত্রী একসঙ্গে ফুট ওভারব্রিজে উঠে পড়েন। সেই সময় পদপিষ্টের ঘটনা ঘটে। ১১ জনকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৬টি প্ল্যাটফর্ম ও ২টি ফুট ওভার ব্রিজের মধ্যে একটা ফুট ওভারব্রিজেই সব ক’টা প্ল্যাটফর্মের মধ্যে সংযোগ রেখেছিলো এ স্টেশনে। দূর্ঘটনার সময় সাঁতরাগাছি-চেন্নাই এক্সপ্রেস, শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস, সাঁতরাগাছি-দিঘা প্যাসেঞ্জার এবং দু’টি লোকাল ট্রেন সাঁতরাগাছিতে এসে পৌঁছয়। অফিস ফেরত যাত্রীদের একটা বড় অংশও তখন ওই স্টেশনে ছিলেন। সব মিলিয়ে যাত্রীদের প্রবল ভিড় হয় ওই ফুট ওভার ব্রিজে। এরপর আচমকাই হুড়োহুড়ি পড়ে যায়।
বিস্তর ধাক্কাধাক্কিতে ব্রিজের উপরে পড়ে যান কয়েক জন। তার পর সেখানেই পদপিষ্ট হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়