শিরোনাম
◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৮, ০৪:৪০ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার নির্দেশ পুতিনের

মাহাদী আহমেদ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছেন। ইউক্রেন ইতোমধ্যে রাশিয়ার কয়েকজন নাগরিক ও কয়েকটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেনের এই ‘অবন্ধুসুলভ আচরণের’ কারণে পুতিন এই সিদ্ধান্ত নিয়েছেন।

২২ অক্টোবর, সোমবার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে শিনহুয়ায় এ তথ্য জানানো হয়েছে।
ক্রেমলিনের ওয়েসাইটে প্রকাশিত খবরে বলা হয়েছে, অবন্ধুসুলভ আচরণের কারণে প্রেসিডেন্ট পুতিন নিষেধাজ্ঞার ডিক্রিতে স্বাক্ষর করেছেন। এ সময় ইউক্রেনের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে, তাদের তালিকা প্রস্তুত করারও নির্দেশ দিয়েছেন তিনি।

ওয়েবসাইটের খবরে আরও বলা হয়েছে, বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আলাদাভাবে ব্যবস্থা নেওয়া হতে পারে।
ক্রিমিয়া ভূখণ্ড আগে ইউক্রেনের অংশ ছিল। তবে ২০১৪ সালের মার্চে এক গণভোটের মাধ্যমে কৃষ্ণ সাগরের তীরবর্তী ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। ওই ভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে বেশির ভাগ ভোট পড়ে। এরপর রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া যুক্ত হয়। তবে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের একীভূত হওয়াকে অস্বীকৃতি জানিয়ে আসছে পশ্চিমা জোট। - আরটি, প্রিয় ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়