Skip to main content

খাশোগজির পরিবারের সাথে সাক্ষাৎ সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের

মাহাদী আহমেদ : তুরস্কে সৌদি কনস্যুলেটে নিহত সাংবাদিক জামাল খাশোগজির পরিবারের সাথে দেখা করেছেন সৌদি বাদশাহ্ সালমান বিন আব্দুল আজিজ ও তার ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে খাশোগজির পরিবারের সাথে তারা সাক্ষাৎ করেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘স্পা’ জানিয়েছে। স্পা তাদের প্রতিবেদনে জানায়, রিয়াদে সৌদি রাজপ্রাসাদে বাদশাহ্ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান খাশোগজির ছেলে সালাহ্ ও তার ভাই সাহেলে’র সাথে সাক্ষাৎ করেন। সৌদি সাংবাদিক জামাল খাশোগজি গত ২ অক্টোবর তুরস্কে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন। প্রথমে সৌদি কর্তৃপক্ষ তার নিখোঁজ থাকার ব্যাপারে অজ্ঞতা প্রকাশ করলেও পরবর্তীতে স্বীকার করে যে তিনি কনস্যুলেটের অভ্যন্তরেই সৌদি গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের সময় মৃত্যুবরণ করেছেন। এর আগে সোমবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান খাশোগজির পরিবারের কাছে ফোন করে দুঃখ প্রকাশ করেছিলেন। তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যিপ এরদোগান সৌদি সাংবাদিক জামাল খাশোগজি হত্যাকান্ডটি কার নির্দেশে হয়েছিলো তা জানার দাবি জানিয়েছেন। - ইয়ন নিউজ, খালিজ টাইমস

অন্যান্য সংবাদ