শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৮, ০৩:৫২ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘের সাথে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় এফবিসিসিআই

স্বপ্না চক্রবর্তী : জাতিসংঘের সাথে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করতে চায় দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতারা। তারা বলেন, বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের গুরুত্বপূর্ন অবদান ও অবস্থানের প্রেক্ষিতে আমাদের সম্ভাবনাময় পণ্য রপ্তানির বিদ্যমান সুযোগগুলো কাজে লাগাতে হবে।

মঙ্গলবার এফবিসিসিআই এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) এর যৌথ উদ্যোগে বিআইপিএসওটি মিলনায়তনে আয়োজিত ‘জাতিসংঘের সাথে বহুমাত্রিক সহযোাগিতা’ শীর্ষক অনুষ্ঠিত এক সেমিনারে এসব কথা বলেন তারা। এসময় এফবিসিসিআই সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন), বাংলাদেশের দ্রুত অগ্রসরমান অর্থনৈতিক কার্যক্রমে দেশের বেসরকারি খাতের ভূমিকা তুলে ধরে বলেন, দেশের বিনিয়োগের পরিবেশ আরও আকর্ষণীয় করতে এফবিসিসিআই সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

এসময় বিআইপিএসওটি-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল সাজ্জাদুল হক স্বাগত বক্তব্যে বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ২য় সর্বোচ্চ শান্তিরক্ষী পাঠানো দেশ হিসেবে বাংলাদেশ যথেষ্ট প্রসংশা কুড়িয়েছে। বাংলাদেশের এই অবস্থান কাজে লাগিয়ে জাতিসংঘের সাথে বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি করা সম্ভব।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রাইজওয়াটারহাউজ কুপার্স (পিডব্লিউসি) এর ম্যানেজিং পার্টনার মামুন রশিদ। এসময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল সৈয়দ সাব্বির আহমেদ, এএফডব্লি উসি, পিএসসি এবং আমরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এস্তোনিয়ায় বাংলাদেশের কনসাল সৈয়দ ফরহাদ আহমেদও প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়