Skip to main content

মইনুলের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে নারী সমাজ ক্ষুব্ধ হতো: আইনমন্ত্রী

এস এম নূর মোহাম্মদ : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মইনুলের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কোন পদক্ষেপ না নিলে বাংলাদেশের নারী সমাজ ক্ষুব্ধ হতো। আর এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ ও অশ্লীল বক্তব্য পদওয়াকে উৎসাহ দেওয়া হতো। সে জন্যই আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ‘উন্নয়নের রোল মডেল বাংলাদেশ: বর্তমান সরকারের মূল্যায়ন (২০০৯-২০১৮)’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে রাষ্ট্রবিজ্ঞান সমিতি। মন্ত্রী বলেন, ব্যারিস্টার মইনুল হোসেন টেলিভিশন টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে যা বলেছেন তাতে শুধু মাসুদা ভাট্টির মানহানি হয়নি, বাংলাদেশের নারী সমাজ মনে করে তার ঔদ্ধত্যপূর্ণ কথাটি পুরো নারী সমাজকে অপমানিত করেছে। সেখান থেকে মামলা হয়েছে। মন্ত্রী বলেন, ব্যারিস্টার মইনুল হোসেন জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করার আগে থেকেই সরকারের বিরুদ্ধে টক শোতে অনেক কথাই বলতেন। তখন কিন্তু তাঁকে গ্রেফতার করা হয়নি। তাকে গ্রেফতার করা হয়েছে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার কারণে।

অন্যান্য সংবাদ