শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৮, ০২:৩৭ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী ফুটবলে বুধবার দক্ষিণ কোরিয়ার মোকাবিলা করবে বাংলাদেশ

এল আর বাদল : আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের চুড়ান্ত পর্বে খেলার স্বপ্ন নিয়ে এশিয়ার ২৭টি দেশ তাজিকিস্তানে হাজির হয়েছে কোয়ালিফাইং রাউন্ড খেলতে। বাংলাদেশের নারীরা খেলবে ‘ডি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক তাজিকিস্তান।

বুধবার বাংলাদেশের নারীরা মোকাবিলা করবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। দুশানবে সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় খেলা শুরু হবে। গত ২০ অক্টোবর দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটন বলেছিলেন, ডি’ গ্রুপে বাংলাদেশের শক্ত প্রতিপক্ষ কেবল দক্ষিণ কোরিয়া। তাদের কাছ থেকে নুন্যতম ফলাফল অর্জন করতে পারলে চুড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা থাকবে। তবে মঙ্গলবার অনুশীলন শেষে টাইগ্রেসদের অধিনায়ক সিরাত জাহান মৌসুমী সাংবাদিকদের বললেন, দক্ষিণ কোরিয়া আর স্বাগতিক তাজিকিস্তান আমাদের কাছে শক্ত প্রতিপক্ষ। আমরা সেরাটা খেলে জয় নিয়ে মাঠ ছাড়তে পিছ পা হবো না।

গ্রুপ ‘ডি’ থেকে বড় প্রতিপক্ষ মোকাবেলা করার আগে মৌসুমী মারিয়াদের বড় চ্যালেঞ্জ কন্ডিশন মোকাবেলা। কেননা তাজিকিস্তানের ঠা-া আবহাওয়ার সঙ্গে মানিয়ে গত তিন দিন ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশের কিশোরীরা। স্থানীয় মাঠে অনুশীলনে পজেশন নিয়ে শিষ্যদের সঙ্গে কাজ করেন কোচ গোলাম রব্বানী ছোটন। এরপর শটিং ও পাসিং নিয়েও আলাদা করে অনুশীলন করে মেয়েরা। এদিকে বাফুফে জানিয়েছে, দ. কোরিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে গতকাল প্র্যাকটিস সেশনে বেশ ঘাম ঝরিয়েছে স্বপ্না-কৃষ্ণা-তহুারা। শট, পাস ও পজেশন নিয়ে রব্বানী অনেক সময় ধরে কাজ করেছেন শিষ্যদের নিয়ে। ‘ডি’ গ্রুপ থেকে পরের ম্যাচে আগামী শুক্রবার চাইনিজ তাইপেকে মোকাবিলা করবে। আর স্বাগতিক তাজিকিস্তানের বিরুদ্ধে খেলবে ২৮ অক্টোবর রোববার।

গত ১৯ অক্টোবর দীর্ঘ বিমান যাত্রা শেষে তাজিকিস্তানে পা রাখে বাংলাদেশ নারী দল। যাত্রার ক্লান্তি কাটিয়ে একদিন বিশ্রামের পর অনুশীলনে নেমে পড়ে কিশোরীরা। এই টুর্নামেন্টে যাওয়ার আগে ভুটানে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নিশপের শিরোপা জিতে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়