শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৮, ০২:০৬ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেকআপম্যানের পাশে ‘স্বপ্ন’

মহিব আল হাসান: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেকআপম্যান অসুস্থ হয়ে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছেন। অসুস্থ অবস্থায় রাজধানীর যাত্রাবাড়িতে তাকে ভিক্ষা করতে চোখে পড়ে অনেকের।

এ খবর পাওয়ার পর তাকে নিয়ে গত ১৪ অক্টোবর আমাদের সময় ডট কমে ‘যে হাতে জাতীয় পুরস্কার নিয়েছেন সে হাতে আজ ভিক্ষা নিচ্ছেন’ শিরোনামে একটি খবর প্রকাশ করা হয়। এই খবর প্রকাশের পর থেকে নাট্যশিল্পীদের সংগঠন বাংলাদেশ শিল্পী সংঘের উদ্যোগ গ্রহণ করে। তাদের উদ্যোগে মেকআপম্যান কাজী হারুনকে প্রতি মাসে পাঁচ হাজার টাকার বাজার দেবে ‘স্বপ্ন’।

নাট্যশিল্পীদের সংগঠন বাংলাদেশ শিল্পী সংঘের কার্যকরী কমিটির সদস্য আহসানুল হক মিনু জানান, আগামী এক বছরের জন্য তাকে বাজার দেবে ‘স্বপ্ন’। পাশাপাশি তাকে সুস্থ করার জন্য চিকিৎসা সেবার ব্যবস্থা করা হচ্ছে।

আহসানুল হক মিনু আরও বলেন, ‘নাট্যশিল্পীদের সংগঠন বাংলাদেশ শিল্পী সংঘ’ সবসময় শিল্পীদের পাশে দাঁড়ানোর সংগঠন। তাই যখন আমরা সংবাদটি দেখতে পায় তখন সিদ্ধান্ত গ্রহণ করি তার জন্য একটা ব্যবস্থা করতে হবে। আমরা অনেক জায়গায় যোগাযোগ করছি। তবে ‘স্বপ্ন’ আগ্রহ দেখায়। প্রতি মাসে পাঁচ হাজার টাকার বাজার দেওয়ার আগ্রহ প্রকাশ করে। আমরা গতকাল হারুন সাহেবের হাতে সেই কাগজ দিয়েছি। এক বছর তিনি এই বাজার পাবেন।

কাজী হারুন চলচ্চিত্রে কাজ শুরু করেন ১৯৬৫ সালে মিলন সিনেমার মাধ্যমে । এরপর ‘বেদের মেয়ে জোসনা’ ছবিতে কাজ করে বেশ প্রশংসিত হন তিনি। এরপর একটি ছবির জন্য সরকারে কাছে পুরস্কার পান (জাতীয় চলচ্চিত্র পুরস্কার)। হঠাৎ করে ২০০৯ সালে তিনি ব্রেইন স্ট্রোক করেন (মস্তিষ্কে রক্ত ক্ষরণ)। এতে শরীরের ডান পা অকেজো হয়ে যায়।

তিনি ‘বেদের মেয়ে জোসনা’ ছাড়াও ‘অন্য জীবন’, ‘শঙ্খমালা’, ‘গোলাপী এখন ঢাকা’, ‘জীবন সংসার’ সহ শতাধিক ছবিতে কাজ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়