শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:৪০ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ক্ষমতায় এসে হ্যাট্রিক করবে আ.লীগ : আবদুস সবুর

আহমেদ জাফর: কোন ষড়যন্ত্রই কাজে হবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নৌকার জোয়ারের সব ভেসে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা তৃতীয় বারের মত ক্ষমতায় এসে হ্যাট্রিক করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো.আবদুস সবুর।

মঙ্গলবার (২৩ অক্টোবর) নির্বাচনী এলাকা কুমিল্লা-১ আসনের দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের কালাসোনা বাজার এবং তালেশর বাজারে নৌকার পক্ষে গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে কোন ষড়যন্ত্রই কাজে দিবে না। সব ষড়যন্ত্র বেধ করে আগামী নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা তৃতীয় বারের মত ক্ষমতায় এসে হ্যাট্রিক করবে।

কুমিল্লা-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় আবারো ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এর কোন বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী সেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আবুল কালাম হাজারী, দফতর সম্পাদক সালহে মোহাম্মদ টুটুল, দাউদকান্দি জেলা পরিষদের সদস্য পারুল আক্তার, মেঘনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন সিকদার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল, সাংগঠনিক সম্পাদক আসলাম মিয়াজী, জাকির নেওয়াজ সোহেল, আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান জসিম হাসান, চেয়ারম্যান আলমগীর হোসেন, যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি জাহানারা বেগম,সাধারণ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন দিপা, মহিলা বিষয়ক সম্পাদক ঝরনা আক্তার, জিএস সুমন সরকার, সাবেক ছাত্রলীগ নেতা মুক্তার হোসেন, মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আপন আহম্মেদ, শাহআলী, বিল্লাল মজুমদার, মেঘনা ছাত্রলীগের সহসভাপতি আমির হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী ভূইয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়