শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালের লামিচানে এবার খেলবেন বিগ ব্যাশে

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ঘরোয়া টুর্নামেন্টের জমজমাট আসর বিগ ব্যাশ লিগে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নেপালের তরুণ ক্রিকেটার সন্দীপ লামিচানে। নেপালের এই তরুন ইতিমধ্যে খেলেছেন আইপিএল, সিপিএল ও এপিএল। এবার তিনি মাতাবেন বিগ ব্যাশ। বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে মাঠ কাঁপাবেন ১৮ বছর বয়সী এই ক্রিকেটার। গতকাল বিষয়টি নিশ্চিত করেন মেলবোর্ন স্টার্সের লিস্ট ম্যানেজার ট্রেন্ট উডহিল।

স্টার্স ম্যানেজার জানিয়েছেন, আইপিএল এবং সিপিএলের পারফরম্যান্স দেখেই তাকে দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। প্রত্যাশা করছেন বিগ ব্যাশেও নিজেকে মেলে ধরবেন এই প্রতিভাবান লেগ স্পিনার।

‘লামিচানে আইপিএল অভিষেকেই দিল্লির হয়ে অসাধারণ খেলেছিল এবং সিপিএলেও ভাল বল করেছিল। আমরা প্রত্যাশা করছি সে বিগ ব্যাশেও আলো ছড়াবে এবং টুর্নামেন্টের সেরাদের মাঝে একজন হবে’ বলেছিলেন উডহিল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে প্রথমবারের মতো কোন নেপালি ক্রিকেটার হিসেবে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন এই লেগ স্পিনার। সেখানে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন তিনি। তিন ম্যাচ খেলে পেয়েছিলেন পাঁচ উইকেট।

এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলেছিলেন লামিচানে। সেখানেও দুর্দান্ত ছিলেন তিনি। পাঁচ ম্যাচ খেলে সাত উইকেট সংগ্রহ করেছিলেন এই স্পিনার।

আইপিএল, সিপিএলের পর এবার বিগ ব্যাশে খেলবেন লামিচানে। জানিয়েছেন, এমসিজিতে খেলা তার সব সময়ের স্বপ্ন এবং এই স্বপ্নপূরণে তার তর সইছে না। স্টারসদের সাথে যোগ দিতে অধীর আগ্রহে মুখিয়ে আছেন তিনি। ‘স্টারসে যোগ দিতে পেরে আমি অনেক উচ্ছ্বসিত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) খেলা আমার সব সময়ের স্বপ্ন ছিল।’ বলেছিলেন নেপালের ক্রিকেটার লামিচানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়