শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:৪১ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রানাতুঙ্গা ম্যাচ ফিক্সিং তদন্তে সিবিআইয়ের সাহায্য চাইছেন

স্পোর্টস ডেস্ক : ভদ্রলোকের খেলা ক্রিকেটের মান নষ্ট করছে ম্যাচ ফিক্সিংয়ের কালো ছায়া। সম্প্রতি আলজাজিরা তাদের তথ্যচিত্রে অভিযোগ করেছে, বিশ্ব ক্রিকেটে হরহামেশাই চলছে স্পট ফিক্সিং। আর এই ফিক্সিং তদন্তে ভারতের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) সাহায্য চাইলেন শ্রীলংকার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।

ক্রিকেট ছেড়ে রাজনীতিতে অংশ নেয়া রানাতুঙ্গা এখন শ্রীলঙ্কার একজন সংসদ সদস্য। সাবেক এই তারকা ক্রিকেটার সোমবার ভারত থেকে দেশে ফিরে বলেছেন, আমাদের দেশে ক্রিকেট দুর্নীতি সামলানোর মতো বিশেষজ্ঞ বা অভিজ্ঞ কেউ নেই। তাই আমি ভারতের সাহায্য চেয়েছিলাম। আমার অনুরোধ শুনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। রানাতুঙ্গা মনে করছেন, ক্রিকেট দুর্নীতির তদন্তে সিবিআই অনেকভাবেই সাহায্য করতে পারে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতিমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেটের দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে। ম্যাচ ফিক্সিং নিয়ে শ্রীলঙ্কার বেশ কয়েকজন সাবেক তারকার নামও জড়িয়েছে। এই পরিস্থিতিতে রানাতুঙ্গা বলেছেন, ক্রিকেট দুর্নীতি আটকাতে আইন তৈরি করার ক্ষেত্রেও আমরা ভারতের সাহায্য পাব।

ম্যাচ ফিক্সিং নিয়ে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার টুইটারে লেখেন, ম্যাচ গড়াপেটা নিয়ে খুব হৃদয়বিদারক খবর পাওয়া যাচ্ছে আলজাজিরা চ্যানেলে। -ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়