Skip to main content

গোয়েন্দাবৃত্তি দিনদিন কঠিন হয়ে পড়ছে: মোসাদ প্রধান

আব্দুর রাজ্জাক: গোয়েন্দাবৃত্তি দিনদিন কঠিন হয়ে পড়ছে বলে জানান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান জোসেফ কোহেন। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে অপরাধী শনাক্ত করা যেমন সহজ হয়েছে তেমনি কঠিন হয়ে গেছে গোয়েন্দাবৃত্তি। এমনকি এখন প্রযুক্তির কারণে একই কৌশল ব্যবহার করে বিদেশী গুপ্তচরদেরও শনাক্ত করা যায়। কোহেন সোমবার জেরুজালেমে দেশটির অর্থমন্ত্রণালয়ের বাজেট পেশ সম্মেলনে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, মোসাদ ইরানের পরমাণু, ক্ষেপণাস্ত্র প্রকল্প ও তাদের মিত্র ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধা সংগঠন হামাসের জন্য বল্লম হয়ে কাজ করছে। যদিও এই সংস্থাটি পৃথিবীতে গোয়েন্দাবৃত্তিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এমনকি মার্কিন ‘সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি’ (সিআইএ) তাদের নেটওয়ার্ক ও দক্ষতার দরুন বর্তমানে বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষে অবস্থান করছে। তিনি আরো বলেন, ‘গোয়েন্দাবৃত্তির জন্য আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়। তবে মুখাবয়ব দেখে পরিচয় নির্নয়কারী প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থার কারণে আমাদের হুমকির মুখে পড়তে হয়। আমাদের পাসপোর্ট, ফিঙ্গার প্রিন্ট, চোখের রেটিনা পরীক্ষা করে এখন সমস্ত তথ্যই যাচাই করা যায় যা গোয়েন্দাবৃত্তির জন্য সবচেয়ে বড় হুমকি।’ রয়টার্স, জেরুজালেম পোস্ট

অন্যান্য সংবাদ