Skip to main content

খাসোগজি হত্যা ব্যক্তিকেন্দ্রীক, রাষ্ট্রীয় নীতি নয়: সৌদি আরব

ওমর শাহ: তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগজি হত্যার বিষয়টি ব্যক্তিকেন্দ্রীক, রাজনৈতিক বা রাষ্ট্রীয় কোনো নীতি নয় বলে বিবৃতি দিয়েছে সৌদি আরবের মজলিসে শুরা। মজলিসে শুরার বিবৃতিতে বলা হয়, এ ঘটনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নীতিমালার প্রেক্ষিতে হয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আইন ও মানুষের জান মালের সংরক্ষণ ফরজ দায়িত্ব। খাসোগজিকে দুঃখজনক হত্যার পর সৌদি বাদশাহ যে বিবৃতি দিয়েছেন তা সৌদি নেতৃত্বের ন্যায় ইনসাফের চিত্রই তুলে ধরে। মজলিসে শুরার সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আল মুতিরি বলেন, এ হত্যাকা-ে জড়িত ও নেতাদের কঠোর শাস্তি হবে। আইন লঙ্ঘনকারীদের কোনো ক্ষমা নেই। সৌদি কোনো কর্মকার্তার জন্যই নিজের স্বার্থ উদ্ধারের জন্য অন্যায় পথ অবলম্বন বৈধ নয়। সৌদি আরব ন্যায় নীতি ও নিষ্ঠার নীতির ওপর অটল রয়েছে। সূত্র: উর্দু নিউজ

অন্যান্য সংবাদ